বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা আর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিক। বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে রেকর্ড আয় আর মুনাফা করেছে টেসলা। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বরে কোম্পানিটি গাড়ি বিক্রি করে আয় করেছে ১৩ হাজার ৭৬০ কোটি মার্কিন ডলার। এটি গত বছরের একই সময়ের ৮ হাজার ৭৭০ কোটি ডলারের চেয়ে ৪ হাজার ৯৯০ কোটি ডলার বেশি।
২ মিনিটে পড়ুন
জুলাই থেকে সেপ্টেম্বর, এই ৩ মাসে টেসলা ১৬০ কোটি ডলারের মুনাফা অর্জনের রেকর্ড করেছে। এই তিন মাসে কোম্পানিটির মোট বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ২ লাখ ৪১ হাজার ৩৯১টি। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মডেল থ্রি ও মডেল ওয়াই, যা সংখ্যায় ২ লাখ ৩২ হাজার ১০২। এ সময় প্রতিষ্ঠানটি গাড়ি তৈরি করেছে ২ লাখ ৩৭ হাজার ৮২৩টি।
এ সম্পর্কে কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রান্তিকে বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মুনাফা হয়েছে টেসলার। টেসলা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বৈদ্যুতিক গাড়ি এখনো সবচেয়ে বেশি রপ্তানি হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে থেকে জানা গেছে, তারা এখন বিশ্ববাজারে তাদের গাড়ির জন্য বিভিন্ন ধরনের নতুন ব্যাটারি বাজারজাত করার পরিকল্পনা করছে। এর মধ্যে আছে গতানুগতিক ব্যাটারির পরিবর্তে নানা ধরনের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির বিপণন। এ ধরনের ব্যাটারির দাম গতানুগতিক ব্যাটারির চেয়ে অনেক কম। এতে গাড়ির দাম এবং যন্ত্রাংশের ঘাটতি কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে থাকার পরও টেসলা কর্তৃপক্ষ বলছে, তারা কারখানাগুলো চালু রাখবে এবং গাড়ির উৎপাদন অব্যাহত রাখবে।
বিশ্বব্যাপী বর্তমানে গাড়ির মাইক্রোচিপের ঘাটতি থাকায় বন্দরগুলোতেই জট লেগে আছে বলে জানায় কোম্পানিটি। বিশ্ববাজারে এখন কম্পিউটারের চিপ বা সেমিকন্ডাক্টর সরবরাহে ঘাটতি আছে। এই চিপ গাড়ি, ওয়াশিং মেশিন, স্মার্টফোনসহ অসংখ্য পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। টেসলা এ প্রতিকূলতার মধ্যেও তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে চায়। কারণ তাদের লক্ষ্য বার্ষিক গাড়ি বিক্রি ৫০ শতাংশ বাড়ানো।